নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রতিবেশীদের মারধরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। তাঁর নাম কৃষ্ণধন দেবনাথ (৬৫)। তিনি উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের লালু ডাক্তার বাড়ির বাসিন্দা। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে বাড়ির উঠানে জমে থাকা পানিনিষ্কাশন নিয়ে দুই প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় কৃষ্ণধনের। ঝগড়ার এক পর্যায়ে ওই দুই প্রতিবেশী কৃষ্ণধনকে মারধর করেন। পরে সন্ধ্যার দিকে কৃষ্ণধনের মৃত্যু হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নিজের জায়গা দিয়ে প্রতিবেশীর বাড়ির পানিনিষ্কাশনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণধনকে মারধর করা হয়। পরে তাঁর মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন করার সময় তাঁর ডান হাতের কনুইতে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।