প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন যুবলীগ নেতা তরিকুল ইসলাম। এ সময় তাঁকে জড়িয়ে ধরে তাঁর শিশুসন্তান। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বাড়ির আঙিনায়
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন যুবলীগ নেতা তরিকুল ইসলাম। এ সময় তাঁকে জড়িয়ে ধরে তাঁর শিশুসন্তান। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বাড়ির আঙিনায়

শ্রীপুরে প্যারোলে মায়ের জানাজায় অংশ নিয়ে আবার কারাগারে যুবলীগ নেতা

গাজীপুরের শ্রীপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মাওনা ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে আবার কারাগারে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় উপজেলার মাওনা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বিকেল পাঁচটায় ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা তরিকুল ইসলামের মা মোসা. নুরুন্নাহার (৫৬) মারা যান। প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় জানাজায় অংশ নেন তিনি। পরে পারিবারিক কবরস্থানে মায়ের দাফন শেষে বিকেল চারটার দিকে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।

স্বজনেরা জানান, তরিকুল ইসলাম প্যারোলে এসে বাড়িতে মোট এক ঘণ্টা অবস্থান করেন। জানাজায় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি হাতমাইকে মায়ের জন্য দোয়া চান। এ সময় তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তরিকুলের বিরুদ্ধে ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতার ওপর সশস্ত্র হামলাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা আছে। এসব মামলায় গত ১১ ফেব্রুয়ারি শ্রীপুরের মাওনায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দী।

তরিকুলের আইনজীবী মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মায়ের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে পিটিশন দেওয়া হয়। পরে প্যারোলে তিনি মায়ের জানাজায় অংশ নেওয়ার অনুমতি পান।