মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে নালায় পড়ে ছিল তরুণের বস্তাবন্দী লাশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পয়োনিষ্কাশনের নালা থেকে জনি সরকার (২৫) নামের এক তরুণের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জনি নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকার ভাড়াটে বাসিন্দা করুণা সরকারের ছেলে। উদ্ধারের পর তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

করুণা সরকার বলেন, জনি মাঝেমধ্যে গার্মেন্টসে কাজ করতেন। এলাকার মাদকাসক্ত ছেলেদের সঙ্গে তাঁর চলাফেরা ছিল। গতকাল সোমবার রাত ৯টার পর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জনি।

জনির শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, প্লাস্টিকের বস্তায় হাত–পা বাঁধা অবস্থায় নালা থেকে জনির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।