
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে আওয়ামী লীগের একজনকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার দুপুরে জুলাই–আগস্টের বিপ্লবী ছাত্র–জনতার ব্যানারে এই মিছিল হয়।
উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ (সুমন), জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’দ আহমেদ (রাজু), উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়জিদ আলামিন, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহমেদ সায়েম প্রমুখ।
বক্তারা বলেন, সদ্যঘোষিত বকশীগঞ্জ উপজেলা এনসিপির কমিটিতে আওয়ামী লীগের দোসরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে জায়গা দেওয়া হয়েছে তৌহিদুজ্জামানকে। তিনি আওয়ামী লীগের দোসর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের সময়ে আওয়ামী লীগের নানা কর্মসূচিতে তৌহিদুজ্জামান অংশ নিয়েছেন। এর যথেষ্ট প্রমাণ রয়েছে। ওই কমিটি বাতিল ও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে হবে।
১৩ জুন মোছাদ্দেকুর রহমানকে (মানিক) প্রধান সমন্বয়কারী, ইমদাদুল হক (মিলন) ও তৌহিদুজ্জামানকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ জনের বকশীগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়।
নতুন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোছাদ্দেকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যাঁর বিরুদ্ধে অভিযোগ আনছেন, তিনি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কোনো পদে নেই। তাঁর দাদাশ্বশুর উপজেলা আওয়ামী লীগের নেতা। তাঁর আরেক দাদাশ্বশুর পৌরসভার নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওই সময় আত্মীয় হিসেবে তিনি নির্বাচনের প্রচার–প্রচারণায় অংশ নিয়ে থাকতে পারেন। এর বাইরে কিছু নয়। সত্যি হলো, ব্যক্তিগত শত্রুতা থেকে এসব করা হচ্ছে। আর কিছু নয়।’