কাভার্ড ভ্যানটি ছিল গ্যাস সিলিন্ডারে ভর্তি। গাড়ির ভেতরে সারি করে সাজানো ছিল গ্যাসের সিলিন্ডার। তবে চলার পথে হঠাৎ করে সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস বের হতে শুরু করে। আতঙ্কিত কাভার্ড ভ্যানের চালক রাস্তার ওপর গাড়ি থামিয়ে বের হয়ে আসেন। খবর দেন ফায়ার সার্ভিসে। এর মধ্যে বিস্ফোরণের শঙ্কায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার বায়েজিদ বোস্তামী সড়কে। প্রায় সোয়া এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সিলিন্ডার নিয়ে কাভার্ড ভ্যানটি নগরের পলিটেকনিক মোড় থেকে দুই নম্বর গেটের দিকে যাচ্ছিল।
ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল। এর মধ্যে একটি সিলিন্ডার থেকে গ্যাস বের হতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কাভার্ড ভ্যানের ভেতরে লিক হওয়া সিলিন্ডারটা চিহ্নিত করে তা আলাদা করেন। এরপর সোয়া এক ঘণ্টা চেষ্টার পর তা নিষ্ক্রিয় ও নিরাপদ করা হয়। সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যানটি বায়েজিদ বোস্তামী থানা নিয়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. কামরুজ্জামান।
গ্যাস লিকেজের ঘটনায় বায়েজিদ বোস্তামী সড়কে যান চলাচল বন্ধ হওয়ার পর সেখানে গাড়ির জট সৃষ্টি হয়। নগরের অন্যতম ব্যস্ততম সড়ক এটি। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফারুক নামের একজন জানান, সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সড়কে যানজটও তৈরি হয়। তবে পাশে উড়ালসড়ক চালু থাকায় অনেক চালক তা ব্যবহার করেছেন।