ভারী বর্ষণে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের মাথিউরা চা-বাগান এলাকায় গাছপালাসহ টিলার মাটি ধসে পড়ে। গতকাল শনিবার রাতে
ভারী বর্ষণে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের মাথিউরা চা-বাগান এলাকায় গাছপালাসহ টিলার মাটি ধসে পড়ে। গতকাল শনিবার রাতে

ভারী বর্ষণে মৌলভীবাজার-বড়লেখা সড়কের ওপর ধসে পড়ল টিলা, যান চলাচলে ঝুঁকি

ভারী বর্ষণে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগান এলাকায় সড়কের পাশের একটি টিলা থেকে গাছপালাসহ মাটি ধসে পড়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পরে রাজনগর ও কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে গাছ ও মাটি অপসারণ করেন। এ সড়ক দিয়ে বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার লোকজন মৌলভীবাজার জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।  

স্থানীয় এবং কুলাউড়া ও  রাজনগর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে গতকাল সকাল থেকে ভারী বর্ষণ শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে মাথিউরা চা-বাগান এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের পশ্চিম পাশের একটি উঁচু টিলা থেকে গাছসহ বেশ কিছু মাটি ধসে পড়ে। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে প্রথমে রাজনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা সড়কে পড়া গাছপালা কেটে অপসারণ করেন। এরপর মাটির স্তূপের পাশ দিয়ে যান চলাচল শুরু করে। পরে রাত ১০টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যরা সড়কের ওপর থেকে কিছু মাটি অপসারণ করেন।

রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আলী হোসেন বলেন, তাঁরা শুধু গাছপালা অপসারণ করেন। মাটি ধসে পড়ায় টিলাটি  ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় মাটি অপসারণের ঝুঁকি নেননি।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম আহমদ বলেন, মাটির স্তূপের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল। পরে তাঁরা গিয়ে কিছু মাটি অপসারণ করেন। বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত টিলায় আবারও ধস দেখা দিতে পারে। তাই সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।