পূজা দেখতে সপরিবারের মণ্ডপে গিয়েছিলেন তাঁরা। ফিরে এসে দেখেন বাসার সব লণ্ডভন্ড। চুরি হয়েছে নগদ টাকা ও সোনা। গতকাল রাতে চট্টগ্রামের আনোয়ারায়
পূজা দেখতে সপরিবারের মণ্ডপে গিয়েছিলেন তাঁরা। ফিরে এসে দেখেন বাসার সব লণ্ডভন্ড। চুরি হয়েছে নগদ টাকা ও সোনা। গতকাল রাতে চট্টগ্রামের আনোয়ারায়

পূজা দেখতে মণ্ডপে পরিবার, খালি বাসা থেকে সোনা ও নগদ টাকা চুরি

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে রাত ৯টার দিকে পরিবারের সবাইকে নিয়ে মণ্ডপে যান আশীষ সরকার। ১১টায় বাসায় ফিরতেই দেখেন সব লন্ডভন্ড। ঘরের জানালাও কাটা। মুহূর্তেই বুঝতে পারেন তাঁর বাসায় চুরি হয়েছে। আলমারি খুলে দেখেন নগদ টাকা, সোনা কিছু নেই।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে বোয়ালগাঁওয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আশীষ সরকার আজ বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছেন। তাঁর অভিযোগ, আলমারিতে থাকা ৩ ভরি সোনা ও ৮০ হাজার টাকা চুরি হয়েছে।

আশীষ সরকার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে কর্মরত। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘পূজা দেখে ঘরে এসে দেখি মালামাল, সোনা ও টাকা চুরি হয়েছে। অনেক কষ্ট ও পরিশ্রম করে এসব মালামাল সংসারের জন্য জমিয়েছিলাম। কিন্তু দুই ঘণ্টায় সব শেষ হয়ে গেল।’

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন। তাঁরা জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছেন।