Thank you for trying Sticky AMP!!

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজে আছেন ফেনীর দাগনভূঞার ইব্রাহীম খলিল উল্লাহ

স্ত্রীকে কল করে ইব্রাহীম বলেছিলেন, ‘কী হবে জানি না, দোয়া করো’

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহর ২৩ জনের একজন ফেনীর দাগনভূঞার ইব্রাহীম খলিল উল্লাহ। তিনি জাহাজটিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত আছেন।

ইব্রাহীম দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তাঁর মায়ের নাম রৌশনারা বেগম। তাঁর দুই ছেলের একজনের বয়স ছয় বছর, আরেকজনের বয়স পাঁচ মাস। প্রায় আট বছর আগে জাহাজের চাকরিতে যোগ দেন তিনি। চার মাস আগে সর্বশেষ ছুটিতে বাড়ি এসে এক মাস ছিলেন তিনি।

ইব্রাহীমের স্ত্রী উম্মে সালমা বলেন, ‘মঙ্গলবার দুপুরে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছে। স্বামী বলেছেন, “আমরা দস্যুদের হাতে আটক হয়েছি। কী হবে জানি না। দোয়া করো”।’

Also Read: ‘আমাদের জলদস্যুরা ঘিরে ফেলেছে, দোয়া করিও’, এ কথা শোনার পর কান্না থামছে না মায়ের

ইব্রাহীম ওই দিন বাবা আবুল হোসেন ভূঁইয়ার সঙ্গে সর্বশেষ কথা বলেন। এ বিষয়ে তাঁর বাবা বলেন, ‘ছেলে বলেছিল, জলদস্যুরা তাদের জাহাজ আটক করে তাদের জিম্মি করেছে। সবার মোবাইল ফোন নিয়ে যাচ্ছে। আর কথা বলতে পারবে কি না জানে না।’

আবুল হোসেন ভূঁইয়ার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে ইব্রাহীম সবার বড়। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তিনি। ইব্রাহীমকে ফিরে পেতে সরকার ও জাহাজমালিকের সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

Also Read: ‘আব্বু আমার খুব বিপদ, আমার জন্য দোয়া কইরো’