ময়মনসিংহের নান্দাইল থানায় হাজতিদের জন্য বুক কর্নার চালু করা হয়। আজ দুপুরে
ময়মনসিংহের নান্দাইল থানায় হাজতিদের জন্য বুক কর্নার চালু করা হয়। আজ দুপুরে

নান্দাইল থানায় হাজতিদের জন্য বুক কর্নার উদ্বোধন

বিভিন্ন অপরাধে পুলিশ গ্রেপ্তার করে থানার হাজতে রাখার পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হাজতে কাটানো সময়ে নিজেদের অপরাধ শুধরে নিতে ও সময় কাটানোর উদ্দেশ্যে ময়মনসিংহের নান্দাইল থানায় স্থাপন করা হয়েছে বুক কর্নার। সেখানে কোরআন শরিফ ও হাদিসের বই ছাড়াও অন্যান্য বই রাখা হয়েছে।

নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারের উদ্যোগে আজ থানায় এই বুক কর্নার উদ্বোধন করা হয়। সারমিনা সাত্তার বলেন, স্বল্প সময় থানায় থাকলেও হাজতিরা বিভিন্ন দুশ্চিন্তায় পড়েন। তাঁরা যাতে দুশ্চিন্তায় না পড়েন, সে জন্য মূল্যবান সময়টুকু বই পড়ার মাধ্যমে কাটিয়ে নিজেকে সমাজে ভালোভাবে গড়ে তোলার উৎসাহ জোগাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে কোরআন শরিফ ও হাদিসের বইয়ের পাশাপাশি অন্যান্য বই আছে। তিনি আরও বলেন, একমাত্র বই মানুষের জীবনকে আলোকিত করতে পারে। বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন। আশা করি, এটি তাদের জীবনে কিছুটা হলেও কাজে লাগবে।

বুক কর্নারের উদ্বোধনের সময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।