খাগড়াছড়ির দীঘিনালায় অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত

খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে দেব রঞ্জন ত্রিপুরা (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালক মো. আক্তার হোসেন (৪৫)। আজ বুধবার দুপুরে বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেব রঞ্জন ত্রিপুরা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের রামরতন কার্বারিপাড়ায় বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেলতলী এলাকা থেকে বাবুছড়া যাচ্ছিল অটোরিকশাটি। পথে সোনামিয়া টিলা এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রী দেব রঞ্জন ত্রিপুরা ও চালক আক্তার হোসেন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দেব রঞ্জন ত্রিপুরাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বাবুছড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।