
পাবনার আটঘরিয়ায় পাওনা ১০ হাজার টাকার জন্য নাফিজ কামাল (২৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভা এলাকার রস্তমপুর মহল্লার নাজমুল হুদার ছেলে। তিনি গোখাদ্যের ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে নিহত নাফিজ কামালের মা শাহনাজ পারভীন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বাজারের মুদি ব্যবসায়ী জাহিদুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। তাঁর বাড়ি পৌরসভা এলাকার কুষ্টিয়াপাড়া মহল্লায়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মুদি ব্যবসায়ী জাহিদুল ইসলামের দোকানে বাকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিতেন নাফিজ কামাল। এতে জাহিদুল ইসলামের দোকানে তাঁর ১০ হাজার টাকা বাকি পড়ে। এই টাকা পরিশোধ করছিলেন না নাফিজ। বিষয়টি নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বিরোধ তৈরি হয়। গতকাল সকালে জাহিদুল লোকজন নিয়ে নাফিজের দোকানে টাকা চাইতে যান। কিন্তু নাফিজ টাকা দেননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়।
এর জের ধরে রাত ৯টার দিকে জাহিদুল লোকজন নিয়ে এসে নাফিজ কামালকে মারপিট ও ছুরিকাঘাত করে। এ সময় তিনি চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বাজারের অপর ব্যবসায়ীরা নাফিজ কামলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির মা জাহিদুল ইসলামকে প্রধান আসামি ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত জাহিদুলকে ধরতে অভিযান চালানো হচ্ছে।