
পাঁচ বছর আগের নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. জামান হত্যা মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
নিহত মো. জামান আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী এলাকার শফিউদ্দিনের ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাগদী এলাকার মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫), একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০) ও নাগেরচর গ্রামের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)। ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আজগর আলী (৮০) পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি জাহিদুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে জানান, আড়াইহাজার থানার একটি হত্যা মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং পলাতক আসামি আজগর আলীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, ২০২০ সালের ৩১ মার্চ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় চালক জামানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে ৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড, এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।