
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) বলেছেন, ‘জনগণ আশা করেছিল, আজ প্রধান উপদেষ্টা নির্বাচনের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ দেবেন, কিন্তু জনগণ সন্তুষ্ট হতে পারে নাই। বাস্তবতার নিরিখে নির্বাচনের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সমস্যা কোথায়?’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকের প্রসঙ্গ টেনে আজ বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমরান সালেহ।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন অয়োজন করতে রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে এমরান সালেহ বলেন, এর ব্যত্যয় হলে জনগণ সরকারের উদ্দেশ্য নিয়ে ভিন্ন বার্তা পাবে। জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না। বিনিয়োগ আসবে না, অর্থনীতিতে গতির সঞ্চার হবে না। সবচেয়ে বড় কথা, গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতন্ত্রের বাস্তবায়ন হবে না।
নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি বারবার নির্বাচনের কথা বলে কেন, কারও কারও এ ধরনের প্রশ্ন আছে। জবাব একটাই, নির্বাচন ছাড়া গণতন্ত্র যেমন প্রতিষ্ঠিত হয় না, তেমনি জনগণের রাষ্ট্র কায়েম হবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশ ও জাতির স্থিতিশীলতার স্বার্থে এবং রাষ্ট্রের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে দ্রুত নির্বাচন চায়। বিএনপি জনগণের দল, জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করে। জনগণ এখন দ্রুত নির্বাচিত শাসন চায়, সে জন্যই বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে। আওয়ামী লীগের ১৫ বছর জনগণ নির্বাচিত শাসন পায়নি, ফ্যাসিবাদের পতনের সাত মাসেও নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আযহারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব আনিসুর রহমানের সঞ্চালনায় গোয়াতলা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ (কালাম), ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান, গোয়াতলা ইউনিয়নের চেয়ারম্যন জাকিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।