
রূপগঞ্জের গাজী টায়ার্স কারখানায় অগ্নিকাণ্ডের এক বছর পরও নিখোঁজ ১৮২ জনের স্বজনেরা প্রিয়জনের হদিস পাননি। সরকারি তদন্তে নিখোঁজের সত্যতা মিললেও উদ্ধারকাজে কোনো অগ্রগতি নেই। স্বজনেরা বলছেন, লাশ না পাওয়ায় তাঁরা সামাজিক ও ধর্মীয় আচার পালন করতে পারছেন না। ঋণের বোঝা টানতে হচ্ছে পরিবারগুলোকে। জেলা প্রশাসন বলছে, নিখোঁজদের সন্ধানে পুলিশ কাজ করছে। এর আগে তদন্ত কমিটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভবনটি অপসারণের মাধ্যমে উদ্ধারকাজ সম্পন্ন করার সুপারিশ করে।