
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা উপ–আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ১৯ জন লাইনম্যানের মধ্যে ১৫ জনই কর্মস্থলে নেই। গতকাল মঙ্গলবার রাতে তাঁরা রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে সাত দফা দাবিতে আন্দোলনে যোগ দিতে ঢাকায় চলে যান।
নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুতের দুজন লাইনম্যান মুঠোফোনে বলেন, দাবি আদায়ে আন্দোলনে অংশ নিতে মঙ্গলবার রাতেই তাঁরা ঢাকায় চলে এসেছেন। দীর্ঘদিন ধরে তাঁদের এ কর্মসূচি চলে এলেও সরকার বিষয়টিতে সুদৃষ্টি দিচ্ছে না। অবিলম্বে দাবি পূরণ হবে বলে আশাবাদী তাঁরা।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন ধর্মপাশা উপজেলা উপ–আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. হাফিজুর রহমান বুধবার রাত পৌনে আটটার দিকে জানান, ধর্মপাশা ও মধ্যনগর দুটি উপজেলা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন। এখানে ৫০ হাজার গ্রাহক রয়েছেন। এই কার্যালয়ে ৬১ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে লাইনম্যান ১৯ জন। এই লাইনম্যানরা ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় দায়িত্ব পালন করেন।
মো. হাফিজুর রহমান আরও বলেন, ‘সাত দফা আন্দোলনের দাবিতে অংশ নিতে আমাদের কার্যালয়ের ১৯ জন লাইনম্যানের মধ্যে ১৫ জনই আন্দোলনে যোগ দিতে মঙ্গলবার রাতে ঢাকা চলে গেছেন। মাত্র চারজন লাইনম্যান দিয়ে বুধবার সকাল থেকে আমাকে কাজ করতে হচ্ছে। এখন হরহামেশা ঝড়বৃষ্টি হয়। তাই ঝড়বৃষ্টির কারণে বৈদ্যুতিক লাইনে কোনো রকম সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে গ্রাহকসেবা দেওয়া সম্ভব হবে না। এতে গ্রাহকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে।’