Thank you for trying Sticky AMP!!

খুলনায় তিন নারী চিকিৎসকসহ চারজনের ‘খোঁজ’ নেই

খুলনা জেলার ম্যাপ

খুলনায় মেডিকেল ভর্তি কোচিং ‘থ্রি ডক্টরস’–এর উপদেষ্টা চিকিৎসক ইউনুচ উজ্জামান খান ওরফে তারিমকে আটকের পর এবার চার চিকিৎসককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের পরিবারের ধারণা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁদের ধরে নিয়ে গেছে।

তবে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন প্রথম আলোকে বলেন, চিকিৎসক নিখোঁজ বা আটকের বিষয়টি পুলিশের জানা নেই। পরিবার বা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) থেকে কেউ পুলিশকে বিষয়টি জানায়নি। পুলিশ শুধু তারিমের ব্যাপারটি জানে।

এই চার চিকিৎসক হলেন লুইস সৌরভ সরকার, নাদিয়া মেহজাবিন, মুত্তাহিন হাসান ওরফে লামিয়া ও শর্মিষ্ঠা সাহা। এর মধ্যে শর্মিষ্ঠা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। অন্যরা প্রাইভেট প্র্যাকটিস করতেন। লুইস সৌরভ সরকার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের শিক্ষক।

Also Read: খুলনায় ‘থ্রি ডক্টরস’ কোচিংয়ের ইউনুস উজ্জামান কেন আটক, জানে না পুলিশ

বিএমএ খুলনা জেলা শাখার সভাপতি শেখ বাহারুল আলম বলেন, ‘আমরা শুনেছি, চার চিকিৎসককে পাওয়া যাচ্ছে না। তবে সে ব্যাপারে নিশ্চিত নই। কারা তাঁদের নিয়ে গেছে, সে ব্যাপারে কেউ জানে না।’