
নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানকে (মুকুল) মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতা–কর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং যানজটের সৃষ্টি হয়। সোমবার বিকেল চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা–কর্মী ও আতাউর রহমানের অনুসারীরা এই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত রোববার দুপুরে বন্দর উপজেলার হরিপুর এলাকায় বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানকে মারধর ও পোশাক ছিঁড়ে ফেলে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে মদনপুর এলাকায় ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা–কর্মীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ জানান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে তাঁর অনুসারী নেতা–কর্মীরা মহাসড়ক অবরোধ করলে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত রোববার দুপুরে বন্দর উপজেলার হরিপুর এলাকায় ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি কাজের চুক্তি স্বাক্ষর করতে যান বিএনপি নেতা আতাউর রহমান। এ সময় প্রতিপক্ষ সোনারগাঁ থানা বিএনপির সহসভাতি বজলুর রহমান ওরফে ডন বজলু ও তাঁর ২০-২৫ জন অনুসারী আতাউর রহমানকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তাঁর পরনের পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়। তাঁকে মারধর ও জামা ছিঁড়ে ফেলার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আতাউর রহমানের ঘনিষ্ঠ মোস্তাকুর রহমান বাদী হয়ে সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে বন্দর থানায় চাঁদাবাজির মামলা করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।