রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় সড়কে পানি জমে আছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। আজ দুপুরে তোলা
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় সড়কে পানি জমে আছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। আজ দুপুরে তোলা

রাঙামাটির বাঘাইছড়িতে পানিবন্দী আড়াই হাজার মানুষ, পাঁচ সড়ক বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌর শহরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার অন্তত আড়াই হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। এ ছাড়া পাঁচ সড়ক তলিয়ে যাওয়ায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে আজ বুধবার ভোর থেকেই পানি বাড়তে শুরু করে। সকাল ১০টার দিকে উপজেলা সদরের মাস্টার পাড়া, মুসলিম ব্লক, হাজীপাড়া, এফ ব্লক, মাধ্যমপাড়া ও কলেজ পাড়াসহ বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল তলিয়ে যায়। পানি উঠেছে এসব এলাকার অনেক বাড়িঘরে। এ ছাড়া পানিতে উপজেলা সদর-বাবুপাড়া, সদর-মাস্টারপাড়া, বটতলী-উগলছড়ি, উপজেলা সদর-করেঙ্গাতলী ও উপজেলা সদর-দূরছড়ি সড়কের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে ওইসব সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত অনেক বাড়িঘর। আজ দুপরে বাঘাইছড়ি সদরের মাস্টার পাড়ায়

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘পানি এখনো বাড়ছে। উপজেলা প্রশাসন থেকে ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে আসেননি। এভাবে পানি বাড়তে থাকলে বিকেলে আশ্রয়কেন্দ্রে মানুষ আসতে পারে।’