ত্রিপুরা কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় যুবদল নেতা বহিষ্কার, মামলা দায়ের

চট্টগ্রামের মিরসরাইয়ে এক ত্রিপুরা কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় আবুল কাশেম (৩৭) নামের এক যুবদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্যসচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবুল কাশেমকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল নেতা আবুল কাশেমের বিরুদ্ধে সংগঠনবিরোধী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে দলের সব কার্যক্রম ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর অপকর্মের দায়দায়িত্ব সংগঠন নেবে না।

এদিকে ত্রিপুরা কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় আজ বিকেলে কিশোরীর মা জোরারগঞ্জ থানায় বাদী হয়ে যুবদল নেতা আবুল কাশেমের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, ত্রিপুরা কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় আজ বিকেলে তার মা বাদী হয়ে আবুল কাশেম নামের এক যুবকের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।