মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা: শাবি শিক্ষককে মারধরের ঘটনায় যুবক আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 প্রথম আলো ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে নগরীতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে।

আটক যুবকের নাম রাসেল। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন আখালিয়া নেহারীপাড়া এলাকার বাসিন্দা। তাঁকে আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, দিবাগত রাত দুইটার সময় অভিযান চালিয়ে নগরী থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানায় পুলিশ হেফাজতে আছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আখালিয়া এলাকায় গাড়ির সঙ্গে ধাক্কা লাগা নিয়ে শিক্ষককে মারধরের ঘটনা ঘটে। আহত শিক্ষককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ।
শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত গাড়ি চালিয়ে তিনি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। পথে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছাকাছি এলে এক ব্যক্তি হঠাৎ মোটরসাইকেল নিয়ে তাঁর গাড়ির সামনে আসেন। এতে গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলচালক নেমেই তাঁকে (শফিকুল ইসলাম) মারধর করেন। এখন তিনি কিছুটা সুস্থ। হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছেন। শফিকুল ইসলামের দাবি, ব্যক্তিগত ক্ষোভ থেকে তাঁর ওপর ওই ব্যক্তি হামলা করেছেন। এখানে দলীয় কোনো কিছু জড়িত নয়।

এ ঘটনার প্রতিবাদে রাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দিবাগত রাত ১২টা পর্যন্ত তাঁরা অবরোধ করলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির জানান, শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।