চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে দুই দল যুবকের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে মৌলভী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মৌলভী পুকুরপাড় এলাকায় ‘সন্ত্রাসী’ ইসমাইল হোসেন ওরফে টেম্পো ও শহীদুল ইসলামের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কেউ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এক প্রশ্নের উত্তরে আমিরুল ইসলাম বলেন, কত রাউন্ড গুলি হয়েছে, তা এখন বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত দুই পক্ষকে গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি উদ্ধারে অভিযান চলছে।
ইসমাইলের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, মাদক মামলাসহ ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শহীদুলের বিরুদ্ধেও রয়েছে ১৬টি মামলা।