ময়মনসিংহ নগরে অন্য সময় চলাচল করলেও আজ সকাল থেকে সড়কগুলোয় ইজিবাইক দেখা যায়নি। আজ সকাল সাড়ে আটটার দিকে নগরের ত্রিশাল বাসস্ট্যান্ড মোড় এলাকায়
ময়মনসিংহ নগরে অন্য সময় চলাচল করলেও আজ সকাল থেকে সড়কগুলোয় ইজিবাইক দেখা যায়নি। আজ সকাল সাড়ে আটটার দিকে নগরের ত্রিশাল বাসস্ট্যান্ড মোড় এলাকায়

ময়মনসিংহ নগরে ইজিবাইকচালকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা

ময়মনসিংহ নগরে ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণের প্রতিবাদে যানটির চলাচল বন্ধ রেখে সমাবেশ ডেকেছেন চালক ও মালিকেরা। আজ রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত নগরে ইজিবাইক না চালানোর ঘোষণা দিয়েছেন তাঁরা। এতে দুর্ভোগে পড়েছেন নগরের বাসিন্দারা।

নগরের যানজট নিরসনে ইজিবাইক চলাচলের জন্য সম্প্রতি সড়ক নির্দিষ্ট করে দেয় সিটি করপোরেশন। এর প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে নগরের ‘রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে’ প্রতিবাদ সমাবেশ করছেন চালক ও মালিকেরা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন সড়কে অন্তত ছয় হাজার ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ছয়টি পথে (রুটে) চলাচল করতে পারবেন এসব যানের চালকেরা। এগুলো হলো শম্ভুগঞ্জ থেকে ম্যুরালসংলগ্ন নদীর পাড়ের রাস্তা হয়ে টাউন হল হয়ে রহমতপুর; চরপাড়া মোড় ভায়া দিঘারকান্দা বাইপাস মোড় থেকে আকুয়া বাইপাস মোড় থেকে রহমতপুর বাইপাস মোড়; বাদেকল্পা ভায়া সানকিপাড়া হয়ে বাউন্ডারি রোড দিয়ে পূরবী সিনেমা হল; খাগডহর ঘুণ্টি ভায়া টাউন হল মোড় হয়ে জিলা স্কুল বাউন্ডারি রোড দিয়ে পূরবী সিনেমা হল; কৃষি বিশ্ববিদ্যালয় থেকে রেললাইনের পাশের রাস্তা হয়ে তাজমহল স্টেশন; দাপুনিয়া থেকে জিলা স্কুল, টাউন হল মোড় হয়ে রহমতপুর পর্যন্ত সড়ক। এলাকাভেদে ইজিবাইকচালকদের লাইসেন্স নিতে হবে। ইজিবাইকের কাগজপত্রের ফটোকপি জমা দিয়ে কে কোন এলাকায় গাড়ি চালাবেন, তা জানাতে শেষ সময় ছিল গত বৃহস্পতিবার।

এ বিষয়ে ইজিবাইকচালক মো. আসলাম বলেন, এভাবে চললে তাঁদের না খেয়ে মরতে হবে। তাঁদের কোনো কমিটি নেই। তবে পরিস্থিতি বিবেচনায় সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। সমাবেশ শেষে প্রশাসনের কাছে দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হবে। সব রুটেই ইজিবাইক চালাতে চান তাঁরা।

আজ সকাল ছয়টা থেকে নগরে ইজিবাইক চলাচল বন্ধ হয়ে যায়। নগরে চরপাড়া মোড়, ধূপখোলা মোড়, বদরের মোড়, ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়, গাঙ্গিনারপাড় ও তাজমহল মোড় ঘুরে দেখা গেছে, সড়কে কেবল রিকশা চলাচল করছে। পর্যাপ্ত যানবাহন না থাকায় বিভিন্ন মোড়ে যাত্রীদের জটলা দেখা যায়।

নগরের তাজমহল মোড় এলাকায় কথা হয় হাসিম উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দার সঙ্গে। তিনি বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে আজ বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। নগরে টাউন সার্ভিস চালু করা যেতে পারে। এতে অনেক সমস্যার সমাধান আসবে।

নগরের গাঙ্গিনারপাড় মোড়ে ইজিবাইকের অপেক্ষায় ছিলেন সালাহ উদ্দিন। তিনি বলেন, ‘কাঁচিঝুল যাব, কিন্তু ইজিবাইক নেই। রিকশায় গেলে ভাড়া গুনতে হবে বেশি। এগুলো মানুষের ভোগান্তি ছাড়া আর কিছু নয়।’

ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবু নাসের মো. জহির প্রথম আলোকে বলেন, নাগরিকদের সুবিধার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে চালকদেরও যাত্রী পেতে কাড়াকাড়ি করতে হবে না।