
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে তাঁর বিশ্বাস হয় না। তিনি বলেন, ‘ইউনূস সাহেব যেদিন ইলেকশন (নির্বাচন) দেবেন, সেদিন আমি বিশ্বাস করব। আমার নেতা তারেক রহমান বিশ্বাস করছেন, আমিও করলাম। কিন্তু ভাবসাব দেখে মনে হয় না।’
গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনার চৌগাংগা কামিল মাদ্রাসা মাঠে চৌগাংগা ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ফজলুর রহমান এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, ইউনুস সাহেব আপনাকে সালাম। আপনি ঘোষণা করেন, ফেব্রুয়ারির কত তারিখ ইলেকশন দেবেন? কী বারে ইলেকশন দেবেন? কারা কারা রিটার্নিং অফিসার হবে? কত দিন পর্যন্ত নির্বাচনের প্রচার–প্রচারণা করা যাবে? এগুলো করেন। করেন না কেন?’ তিনি মনে করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যেদিন এ দেশে আসতে পারবেন, সেদিন এ দেশ শান্ত হবে। তখন নির্বাচন হবে বলে মনে করেন ফজলুর রহমান।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশ–জাতি আজ বড় বিপদের সামনে পড়েছে। আজকে মুক্তিযুদ্ধের জন্য সবচেয়ে দুঃসময় চলছে। যাঁরা মুক্তিযুদ্ধ মানেন না, তাঁরা মাকেও মানেন না। তিনি তাঁদের ঘৃণা করেন।
চৌগাংগা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। এতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উম্মে কুলসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক স্বপন ঠাকুর উপস্থিত ছিলেন।