হয়রানিমূলক শ্লীলতাহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সাংবাদিক জহুরুল ইসলাম। আজ বৃহস্পতিবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক আফসান শারমিন ইভা এ রায় দেন।
সাংবাদিক জহুরুল ইসলাম প্রথম আলোর গৌরনদী উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি প্রায় ২৬ বছর প্রথম আলোতে কাজ করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৫ জুলাই জহুরুল ইসলামকে আসামি করে গৌরনদী থানায় শ্লীলতাহানির মামলা করেন রূপা আক্তার নামের এক নারী। রূপা গৌরনদী উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মো. রাসেলের স্ত্রী। মামলায় ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খান আদালতে অভিযোগপত্র জমা দেন। গত সাড়ে ৬ বছর মামলাটি বিচারাধীন থাকার পর ২৩ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা না পেয়ে বিচারক জহুরুল ইসলামকে খালাস দেন।
সাংবাদিক জহুরুল ইসলাম বলেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আলোচিত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের বিভিন্ন অপকর্ম, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রথম আলোতে প্রতিবেদন করায় আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানির উদ্দেশ্যে ৫টি মামলা ও ১১টি সাধারণ ডায়েরি (জিডি) করান তাঁর অনুগত লোকদের দিয়ে। আগে চারটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় অব্যাহতি পান। আজ সর্বশেষ মামলাটিতে তাঁকে অব্যাহতি দিয়েছেন আদালত।