গ্রেপ্তার মনির উদ্দিন
গ্রেপ্তার মনির উদ্দিন

আওয়ামী লীগ নেতার গোয়ালঘরে মিলল বন্দুক-গুলি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি দেশি বন্দুক, দুটি গুলিসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মনির উদ্দিন (৩৮)। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে পেকুয়ার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মনির উদ্দিন পেশায় কৃষক। তিনি শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

পেকুয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র রয়েছে এমন খবরে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের ওপর নজর রেখে আসছিল পুলিশ। এরই সূত্র ধরে গতকাল রাতে মনিরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।