৯৯৯-এ কল পেয়ে বুদ্ধিপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করল পুলিশ

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে সিলেট নগরের কিনব্রিজ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে কিনব্রিজের উত্তর পাশের অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম আবুল মিয়া (৫৫)। তাঁর বাড়ি সিলেটের পশ্চিম জৈন্তাপুরের ঠাকুরের মাটি গ্রামে। তবে প্রায় ৩০ বছর ধরে কিনব্রিজ এলাকায় রিকশা ও ভ্যানগাড়ি ঠেলার কাজ করতেন। আবুল মিয়াকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে কিনব্রিজের উত্তর পাশে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। নিহত ব্যক্তির ভাতিজা রিপন আহমদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আবুল মিয়া বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও নাক-মুখ দিয়ে রক্ত বের হওয়ার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।