Thank you for trying Sticky AMP!!

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় শমসের মুবিন চৌধুরীর পক্ষে গণসংযোগে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী। আজ রোববার দুপুরে

শমসের মুবিনের পক্ষে প্রকাশ্যে গণসংযোগে নামলেন আওয়ামী লীগ নেতারা

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকার পরও ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী তলেতলে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।

তবে আজ রোববার দিনভর স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা শমসেরের পক্ষে প্রকাশ্যে গণসংযোগে অংশ নেন।

আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে শমসেরের পক্ষে প্রচারণা চালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে দলীয় প্রার্থীবিরোধী অবস্থান আরও স্পষ্ট হলো। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (নৌকা)।

স্থানীয় আওয়ামী লীগের দুজন নেতা বলেন, এবার প্রচারণার শুরু থেকেই নাহিদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়া কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের (ঈগল) সঙ্গে দলের অনেকে প্রচারণায় যোগ দেন। অন্যদিকে শমসেরের পক্ষে তলেতলে গুরুত্বপূর্ণ কিছু নেতা থাকলেও আজ অনেকেই প্রকাশ্যে এলেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে শমসেরের সোনালী আঁশ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমোহনী এলাকা থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন স্থানীয় আওয়ামী লীগের একটি বড় অংশ। এতে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী ওরফে এলিম।

পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে কদমতলী পয়েন্টে এক পথসভা হয়। এতে মঞ্জুর শাফি চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ। সভায় বক্তারা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং সিলেট-৬ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সোনালী আঁশ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় গোলাপগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক স্বপন কান্তি কর ও নুরুল আলম খান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন পুতুল, পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক মামুন আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Also Read: শমসের মুবিনকে জেতাতে মাঠে আওয়ামী লীগ

সন্ধ্যা সাতটার দিকে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ঘাঘুয়া গ্রামে এক নির্বাচনী সভা হয়। এতেও প্রধান অতিথির বক্তব্য দেন মঞ্জুর শাফি চৌধুরী ওরফে এলিম। পরে রাতে তিনি ঢাকা দক্ষিণ এলাকায় সোনালী আঁশের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

মুঠোফোনে যোগাযোগ করলে মঞ্জুর শাফি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে শমসের মুবিন চৌধুরীর পক্ষে গণসংযোগে নেমেছি। এ ছাড়া তিনি (শমসের) আমার উপজেলারও কৃতী সন্তান। পাশাপাশি সিলেট-৬ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উন্নয়ন নিশ্চিত করতেও শমসেরের পক্ষ নিয়েছি।’

তবে আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে, মঞ্জুর শাফি চৌধুরীসহ সিলেট-৬ আসনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে দলের উচ্চপর্যায় থেকে শমসের মুবিন চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় অনেকেই আজ প্রকাশ্যে প্রচারণায় নেমেছেন। দু-এক দিনের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের অন্য নেতারাও নিজেদের কর্মী-সমর্থক নিয়ে শমসেরের পক্ষে মাঠে নামবেন।

Also Read: ‘জাতীয় বেইমান’ প্রসঙ্গে যা বললেন শমসের ও তৈমুর

আজ সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের নেতৃত্বে গোলাপগঞ্জে সোনালী আঁশের পক্ষে গণসংযোগ করা হয়। এ সময়ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট-৬ আসনে মোট প্রার্থী ছয়জন। অন্য তিন প্রার্থী হলেন জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান (ছড়ি) এবং ইসলামী ঐক্যজোটের (আইওজে) সাদিকুর রহমান (মিনার)।

Also Read: নাহিদ, শমসের ও সরওয়ারের ত্রিমুখী লড়াইয়ের আভাস