খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্র ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহত তিনজনের মধ্যে একজন হলেন মাহিন্দ্রচালক রফিকুল ইসলাম (৫৫)। অন্য দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৪০ ও ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
খর্নিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মণ্ডল বলেন, মাহিন্দ্রটি কয়রা থেকে খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাহিন্দ্রটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। অন্য দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।