চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৩) লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। আজ বুধবার দুপুরে রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির সদস্যরা উপজেলার সোনাইছড়ি এলাকার আবুল খায়ের স্টিল মিল–সংলগ্ন রেললাইন থেকে লাশটি উদ্ধার করেন।
রেল পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা আঙুলের ছাপ নিয়েছেন।
ফৌজদারহাট রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তাপস মিত্র প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তির লাশ ঢাকা ও চট্টগ্রামমুখী দুটি রেললাইনের মাঝখানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁদের খবর দেন। পরে তিনি গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাপস মিত্র আরও বলেন, ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআইয়ের বিশেষজ্ঞ দলের সদস্যরা আঙুলের ছাপ নিয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।