Thank you for trying Sticky AMP!!

রংপুর টাউন হলে মাঠে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখছেন দর্শকেরা

খেলা দেখার আয়োজন করেছে আর্জেন্টিনা, ব্রাজিল সমর্থকেরা আমন্ত্রিত

ফাইনাল খেলা শুরুর আগেই সন্ধ্যার মধ্যে উৎসবমুখর পরিবেশে ভূরিভোজ হবে। তারও আগে বিকেল থেকে চলবে গানবাজনা, আলোচনা। খাওয়ার মেনুতে থাকছে গরু ও মুরগির মাংসের বিরিয়ানি। সম্প্রীতির বন্ধন হিসেবে ব্রাজিল সমর্থকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে রংপুর টাউন হলে মাঠে এমন আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।

খেলা দেখার জন্য টাউন হলের মাঠে বড় পর্দা লাগানো হয়েছে। রয়েছে উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম। আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের পক্ষ থেকে খেলা দেখার আয়োজন ছিল বিশ্বকাপের শুরু থেকেই। এখানে বড় পর্দায় সব কটি খেলা দেখানো হয়। হাজারো মানুষ একসঙ্গে খেলা উপভোগ করেন।

Also Read: ব্রাজিল সমর্থন করলেও মেসির হাতে শিরোপা দেখতে চান তাঁরা

গতকাল শনিবার রাতেও টাউন হল মাঠে ক্রোয়েশিয়া ও মরক্কোর মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ দেখতে আসেন অনেক দর্শক। খেলা এই দুই দলের হলেও আলোচনার বিষয় ছিল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার আজকের ফাইনাল ম্যাচ। খেলার সময় অধিকাংশ দর্শক মরক্কোর পক্ষে স্লোগান দিলেও মাঝেমধ্যে আর্জেন্টিনা আর মেসির নাম ধরে স্লোগান ওঠে।

বড় পর্দায় খেলা দেখানোর আয়োজনকারীদের একজন আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আফজাল হোসেন বলেন, ‘প্রতিদিন এখানে হাজারো মানুষ খেলা উপভোগ করেছেন। এভাবে খেলা দেখার মজাই আলাদা। প্রতিদিনই ছিল উৎসবমুখর পরিবেশ। শেষ দিনেও এমনটি থাকবে বলে আমাদের বিশ্বাস।’

খেলা উপলক্ষে প্রতিদিনই প্রধান সড়ক থেকে টাউন হলের মাঠে প্রবেশের প্রধান ফটক পর্যন্ত বসে সারি সারি খাবারের দোকান। ভাপা পিঠা, গুড়ের জিলাপি, পেঁয়াজু, ঝালমুড়ির দোকান। চায়ের দোকান তো আছেই। ওসমান গণি নামের একজন এখানে ভ্রাম্যমাণ খাবারের দোকান নিয়ে বসেন। তিনি বলেন, ‘গরম-গরম গুড়ের জিলাপি আর পেঁয়াজুর চাহিদা বেশি। তবে ফাইনালের দিন দুপুর থেকেই দোকান বসবে। কেননা বিকেল থেকেই লোকজন ছুটে আসবে, এমনটিই আশা করা যাচ্ছে।’

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা রংপুরের ব্যবসায়ী তানভীর আশরাফী বলেন, ‘এবারের বিশ্বকাপ খেলা বেশ উপভোগ করা হলো। একসঙ্গে হাজার হাজার মানুষের উপস্থিতিতে খেলার আয়োজন অনেক দিন মনে থাকবে। এভাবে খেলা দেখার মজাই আলাদা।’