জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদ ও যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাত
জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদ ও যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাত

জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা সমন্বয় কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে রাসেল আহমেদকে প্রধান সমন্বয়কারী, মেহরাব সিফাতকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে দোহার, নবাবগঞ্জ, সাভার, ধামরাই, কেরানীগঞ্জ ও আশুলিয়ার নেতাদের সদস্য করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটির প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদের গ্রামের বাড়ি দোহার উপজেলার জয়পাড়া এলাকায়। এ ছাড়া যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাতের বাড়ি সাভার উপজেলায়।

এ বিষয়ে রাসেল আহমেদ বলেন, সংগঠনের তৃণমূল পর্যায়ে কাজ করতে সবাইকে নিয়ে শিগগিরই টিমওয়ারি সফর শুরু করা হবে। সমাজের সব ধরনের বৈষম্য দূর করে রাজনীতিকে জনগণের আস্থার জায়গায় আনতে এনসিপি কাজ করছে।