Thank you for trying Sticky AMP!!

রেমিট্যান্স বেড়েছে, আমদানি বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে, আমরা ভালো আছি: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জে শনিবার দুপুরে একটি কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সার্বিকভাবে দেশের পরিস্থিতি ভালো। রেমিট্যান্স বেড়েছে, আমদানি বেড়েছে। মূল্যস্ফীতি কমেছে। আমরা ভালো আছি। আমাদের জমিতে ধান, খেতে সবজি আছে। পুকুরে মাছ, গোয়ালে গরু আছে।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলা দল অংশ নেয়।

প্রতিযোগিতার উদ্বোধন করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘বিশ্ব মোড়লদের যন্ত্রণায় আমরাসহ অনেকেই বিপাকে পড়েছি। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই সংকট থাকবে না। আমি পণ্ডিত বা গণক নই। তবে বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে বলছি, মার্চ-এপ্রিলে সবকিছু নরমাল হয়ে যাবে।’

অপচয় কমানোর আহ্বান জানিয়ে এম এ মান্নান বলেন, টাকা থাকলেই খরচ করতে হবে—এমনটা নয়। অপচয় বন্ধ করতে হবে। খরচ করতে সাবধানী হতে হবে।
গুজবে কান দেওয়ার পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, সবকিছু যাবে—কত কী গুজব ছড়ানো হচ্ছিল। কিন্তু কোনোটাই হয়নি। মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে। মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়—শেখ হাসিনা সেটা দিয়েছেন। আমরা পারি, এটা প্রমাণিত।’

এই সরকারের মূলনীতি বাঙালিত্ব বলে মন্তব্য করেন এম এ মান্নান। তিনি বলেন, ‘সবকিছুতে বাঙালিয়ানা ও বাঙালিত্ব আমাদের রাজনীতির মূল দর্শন। বাংলার ঐতিহ্যের প্রতিটি বিষয়ে আমাদের সরকারপ্রধান আগ্রহী। সরকারের প্রতিটি কাজে তাই গ্রামবাংলা অগ্রাধিকার পায়। একই সঙ্গে আমরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে হাঁটছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। কুস্তি প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্যসচিব আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাকির হোসেন।