বাংলাদেশ কোস্টগার্ড
বাংলাদেশ কোস্টগার্ড

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশুকে হাসপাতালে নিল কোস্টগার্ড

বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। লঞ্চটি চাঁদপুরে পৌঁছালে শিশুটির অবস্থার অবনতি হয়। পরে কোস্টগার্ড সদস্যরা তাকে স্পিডবোটে করে হাসপাতালে ভর্তি করে।

আজ শুক্রবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এসব তথ্য জানান।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তানজিমুল জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চযোগে মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর গুরুতর অসুস্থ ছেলে মো. রাফিকে (১৩) উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। লঞ্চটি বিকেল সাড়ে চারটায় চাঁদপুর হরিনা ফেরিঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির অবস্থার অবনতি ঘটে। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ কোস্টগার্ডকে জানালে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন থেকে একটি মেডিকেল দল তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে অসুস্থ শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে একটি হাইস্পিড বোটে করে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বর্তমানে শিশুটি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান। তিনি বলেন, জ্বর থেকে খিঁচুনি দেখা দেওয়ায় শিশুটিকে দ্রুত চাঁদপুরে আনা হয়। আজ সুস্থ হলে বিকেলে ঢাকায় নিয়ে যান তাঁর বাবা।

লেফটেন্যান্ট তানজিমুল বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।