শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার মূল অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। আজ রোববার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার মূল অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। আজ রোববার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সকাল সাড়ে সাতটার দিকে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের ফটকে দুই বান্ধবী শ্যামা চাকমা ও অপি চাকমার দেখা হলো। অনেক বছরের বন্ধুত্ব তাদের। রাঙামাটির নানিয়ারচর উচ্চবিদ্যালয়ের সহপাঠী ছিল তারা। কিন্তু এখন দুজন দুই কলেজে পড়ে বলে দেখা হলো তিন মাস পর। এ জন্য অনেকক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল একে অন্যকে। শুধু শ্যামা-অপি নয়; এভাবে অনেক বন্ধুর দেখা হয়েছে আজ রোববার সকালে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে।

রাঙামাটি জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ জামান চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জলিকা খীসা, সাংবাদিক সুনীল কান্তি দে, সাবেক শিক্ষক গৌরিকা চাকমা, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন রাঙামাটি বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভা উপদেষ্টা পূর্ণা চাকমা ও শিপন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমা।

দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপারের ১ মাস ও চরকির ১৫ দিনের ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স এবং ফ্রেশের সৌজন্যে সকালের নাশতা। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ও বন্ধুসভার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।