শাহীন চাকলাদার
শাহীন চাকলাদার

সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর–৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার তাঁদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহীন চাকলাদারের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাঁর ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

মো. আক্তার হোসেন বলেন, ১১ কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহানের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।