উত্তরবঙ্গ থেকে প্রতিদিনই ট্রাকে করে বিপুল পরিমাণ কলা আসে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজারের আড়তগুলোতে। ট্রাক থেকে টুকরি ভরে নামানো হয় সাগর কলা। এরপর আড়তদারেরা কলাগুলো আকার ও মানভেদে আলাদা করে সাজিয়ে রাখেন।
জুয়েল শীলচট্টগ্রাম
ট্রাকের ওপর কলার স্তূপ।
বিজ্ঞাপন
টুকরি বোঝাই করে কলা নিচ্ছেন শ্রমিকেরা।
বিজ্ঞাপন
কলা রাখা হচ্ছে টুকরিতে।মাথায় ওঠানো হচ্ছে কলার টুকরি।কলা ভরে বস্তার মুখ সেলাই করা হচ্ছে।ব্যস্ত সময় পার করছেন আড়তদারেরা।আড়তে সাজিয়ে রাখা হয়েছে কলা। টুকরিবোঝাই কলা নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।