আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুম ও হত্যার অভিযোগ

ছাত্রদলের এক নেতাকে গুম ও হত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। আজ রোববার সকালে এই অভিযোগ দেওয়া হয়।

অভিযোগের তথ্য অনুসারে, গুম ও হত্যার শিকার এই ছাত্রদল নেতার নাম নুরুজ্জামান জনি। তিনি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

নুরুজ্জামানের বাবা মো. ইয়াকুব আলী আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগটি করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষকবিষয়ক সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খান উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, খিলগাঁও থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানকে ওপরে উল্লেখিত ৬২ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন মিলে অপহরণের পর গুম করেন। এরপর আসামিরা তাঁকে হত্যা করেছেন।

সাবের হোসেন চৌধুরী ছাড়া অন্য যাঁদের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির ডিবির সাবেক উপকমিশনার কৃষ্ণপদ রায়, জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত, পরিদর্শক এস এম শাহরিয়ার হাসান ও ওহিদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস, সাবের হোসেন চৌধুরীর এপিএস আবদুল মান্নান প্রমুখ।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা ২০১৫ সালের ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নুরুজ্জামানকে অপহরণের পর গুম করেন। তাঁকে বেআইনিভাবে হেফাজতে রেখে নির্যাতন ও গুলি করে হত্যা করেন। সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে ১৫ থেকে ১৬টি গুলির চিহ্ন পাওয়া যায়।