চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশে আউটার রিং রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুবায়ের শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত জুবায়ের শেখের গ্রামের বাড়ি খুলনার বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নে। বর্তমানে তার পরিবার চট্টগ্রাম নগরের মাইলের মাথা এলাকায় একটি ভাড়া বাসায় থাকে। পেশায় সে একজন পোশাকশ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিং রোডের ধুমপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল জুবায়ের। এ সময় একটি কাভার্ড ভ্যান এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত কিশোরের বড় বোন মরদেহ নেওয়ার জন্য থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।