Thank you for trying Sticky AMP!!

ছবি: বিজ্ঞপ্তি

ট্রাইটেক সলিউশন নিয়ে যাত্রা শুরু করল চট্টগ্রামের বেলভিউ হাসপাতাল

চট্টগ্রামের যাত্রা শুরু করল বেলভিউ হাসপাতাল। ২২২ শয্যার হাসপাতালটিতে আছে ৪৬টি বিশেষায়িত বিভাগ। ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় এ হাসপাতালের ১২০০ টন ক্ষমতার সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম স্থাপন করা হয়েছে। এই সিস্টেমে এসএমএআরডিটির হাই এফিসিয়েন্সি ম্যাগনেটিক বেয়ারিং চিলার টেকনোলজি ব্যবহৃত হয়েছে।

বেল ভিউ হাসপাতালে রোগীর সেবা গ্রহণে স্বাচ্ছন্দ্যের ছোঁয়া আনতে সম্পূর্ণ আর্কিটেকচারাল ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে চট্টগ্রামের আর্কিটেকচারাল ফার্ম ‘প্রণয়ন ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড’। প্রণয়ন আর্কিটেক্টসের প্রিন্সিপাল আর্কিটেক্ট সোহেল মোহাম্মদ শাকুর হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশে প্রাকৃতিক আলো, প্রপার ফ্রেশ এয়ার সার্কুলেশন এবং এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনিংয়ের যথাযথ প্রয়োগ সুনিশ্চিত করেন। বেলভিউ হাসপাতালে নিরবচ্ছিন্ন এয়ার কন্ডিশনিং সার্ভিস প্রদানের জন্য ট্রাইটেকের প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। বিজ্ঞপ্তি