
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় এবং ছায়ানটে হামলার মতো ভয়ংকর ঘটনা মুক্তিযুদ্ধের পর আর হয়নি বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, এসব প্রতিষ্ঠানে হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর। আনু মুহাম্মদ বলেন, এর মাধ্যমে দেশে নতুন স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ আসার আশঙ্কা বাড়ছে। আলোকচিত্রী শহিদুল আলমও বর্তমান পরিস্থিতিকে বিপজ্জনক উল্লেখ করে স্বৈরাচারের চরিত্র ফিরে আসার বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন।