রাজধানীর অসহনীয় দাবদাহ

>কয়েক দিন ধরে বৃষ্টি না হওয়ায় গরম বেড়েছে রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। দেশজুড়ে বয়ে যাওয়া দাবদাহের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাজধানীতে গরমের তীব্রতা যেন আরও বেশি। কয়েক দিন ধরেই রাজধানীতে দাবদাহ বয়ে যাচ্ছে। ছবিগুলো রোববারের।
প্রখর রোদ থেকে বাঁচতে একজন গামছা দিয়ে মাথা ঢেকে রেখেছেন। গুলিস্তান এলাকা।
প্রখর রোদ থেকে বাঁচতে একজন গামছা দিয়ে মাথা ঢেকে রেখেছেন। গুলিস্তান এলাকা।
প্রচণ্ড গরমে সোহরাওয়ার্দী উদ্যানের কৃত্রিম জলাধারে গা ভিজিয়ে নিচ্ছে কয়েকটি শালিক।
প্রচণ্ড গরম ও প্রখর রোদে বেশি ভোগান্তি পোহান দিনমজুরেরা। বাংলামোটর এলাকা।
রমনা পার্কে গাছের ছায়ায় ঘুমিয়ে নিচ্ছেন একজন।
বাংলামোটর এলাকায় মেট্রোরেলের কাজ চলছে, দুপাশে যানজট। অসহনীয় গরমে নতুন মাত্রা যোগ করেছে যানজট।
ক্লান্ত বাসযাত্রী ঘুমানোর চেষ্টায়। বাংলামোটর এলাকা।
স্বস্তি পেতে পথের ধারের শরবত কিনে খাচ্ছেন পথচারীরা। গুলিস্তান এলাকা।