
একটি শিশুর সঙ্গে বড় হবে প্রায় ৬০০ গাছ। দীর্ঘ হবে ছায়া, বাড়বে অক্সিজেন। কোনোটি মরে গেলে বা কেউ উপড়ে ফেললে আরেকটি নতুন গাছ লাগানো হবে। সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে এখন এই সব গাছ বড় হচ্ছে। যে শিশুকে উপলক্ষ করে এই গাছ লাগানো হয়েছে, তার নাম আয়ান খান রুহাব। শিশুটির বয়স এখন মাত্র আট মাস। এ বছরের ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া শিশু আয়ানকে এখন বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিরপেক্ষ শিশু’ হিসেবে তুলে ধরা হচ্ছে।