কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে
কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় বৃষ্টি হচ্ছে। এদিকে মৌসুমি বায়ুও বেশ সক্রিয়। এ কারণে বেড়েছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার দিনভর বৃষ্টি থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে।