রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কৃষিবিদ সি প্যালেস’–এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কৃষিবিদ সি প্যালেস’–এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়

কুয়াকাটায় পাঁচ তারকা হোটেল কৃষিবিদ সি প্যালেসের উদ্বোধন

কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের উদ্যোগে এবং কাতারের রিতাজ হোটেল অ্যান্ড হসপিটালিটি ফাইভ স্টার চেইনের পরিচালনায় কুয়াকাটায় উদ্বোধন হলো পাঁচ তারকা হোটেল ‘কৃষিবিদ সি প্যালেস’।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি। তিনি বাংলাদেশ ও কাতারের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, কুয়াকাটায় এ ধরনের আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল বাংলাদেশের পর্যটনশিল্পকে বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। দেশের পর্যটন সম্ভাবনার ওপর আলোকপাত করে তিনি বলেন, ‘এ ধরনের উন্নত মানের স্থাপনা আমাদের পর্যটন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আফজাল উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘আমরা গর্বিত যে কৃষিবিদ সি প্যালেস কুয়াকাটার পর্যটন এবং আতিথেয়তা খাতে নতুন এক দিগন্ত উন্মোচন করবে। আমরা আশা করছি, এটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে।’

অনুষ্ঠানে জানানো হয়, সেপ্টেম্বর মাসজুড়ে ২৫ শতাংশ ছাড় এবং মাসিক মাত্র ৫ হাজার ২৫০ টাকা কিস্তিতে হোটেলটির শেয়ার কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।