
জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদের নামে যুক্তরাষ্ট্রে একটি কোম্পানিতে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে জেমকন গ্রুপের মালিক ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তাঁর দুই ভাই, এক বোন ও মা এবং মৃত বাবার নামে থাকা সাতটি বাড়ি ও চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। পঞ্চগড়ে থাকা এই পরিবারের আরও জমি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী, এজেন্টটা এলএলসি নামে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে কাজী আনিস আহমেদের শেয়ার রয়েছে। কোম্পানির ৭৫ শতাংশ শেয়ারের মালিক তিনি। ওই কোম্পানিতে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ ৬১ লাখ ৩৯ হাজার ৩১ মার্কিন ডলার।
দুদক লিখিতভাবে আদালতকে বলেছে, বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন ছাড়াই জেমকন গ্রুপের এই পরিচালক যুক্তরাষ্ট্রের কোম্পানির শেয়ার কিনেছেন।
দুদকের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ে ১৭৫টি দলিলে কেনা কাজী নাবিল আহমেদের জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ধানমন্ডিতে তাঁর ছয়তলা একটি বাড়ি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। কাজী নাবিল আহমেদের বাবা কাজী শাহেদ আহমেদের নামে থাকা তিনটি বাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। নাবিলের মা আমিনা আহমেদের নামে থাকা ধানমন্ডিতে তিনটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া কাজী আনিস আহমেদের নামে ধানমন্ডিতে থাকা ছয়তলা বাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
এর বাইরে ধানমন্ডিতে কাজী ইনাম আহমেদের নামে থাকা বাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আর গুলশানে একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ মার্চ নাবিল আহমেদ, তাঁর দুই ভাই, এক বোন, মা, মৃত বাবাসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৬টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, জেমকন গ্রুপের ৩৬টি কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের দাম ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি জেমকন গ্রুপের কাজী নাবিল আহমেদ, তাঁর দুই ভাই ও মা এবং মৃত বাবাসহ ১০ জনের নামে থাকা ১১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, কাজী নাবিল আহমেদের ২১টি ব্যাংক হিসাব, তাঁর ভাই আনিস আহমেদের ২০টি, কাজী ইনাম আহমেদের ১০টি এবং তাঁদের মা আমিনা আহমেদের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এর বাইরে কাজী নাবিল আহমেদের মৃত বাবার নামে থাকা সাতটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া কাজী নাবিল আহমেদের স্বার্থসংশ্লিষ্ট পাঁচজন মালিয়া মান্নান আহমেদ, কাজী সিরাজ আহমেদ, লতিফা মান্নান ইসলাম, রাইয়াদ জায়েদ মান্নান ও আবু মুসার নামে থাকা ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
এর আগে ১৮ ফেব্রুয়ারি কাজী নাবিল আহমেদ, তাঁর দুই ভাই ও তাঁদের মায়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের পক্ষ থেকে সেদিন আদালতকে বলা হয়েছিল, জেমকন গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক জালিয়াতি ও অন্যান্য দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।