মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের লোগো
মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের লোগো

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ

এ হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতায় ও জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত

‘সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো’র ওপর গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ। আজ শুক্রবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে তারা।

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) একটি বৈশ্বিক জোট, যারা অনলাইন ও অফলাইনে গণমাধ্যমের স্বাধীনতার সমর্থনে একসঙ্গে কাজ করে। এই জোট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাকে সমর্থন করে এবং যাঁরা সাংবাদিকদের ক্ষতি করে তথা গণমাধ্যমের কাজকে কঠোরভাবে সংকুচিত করার অপচেষ্টা চালান, তাঁদের জবাবদিহি নিশ্চিতে কাজ করে।

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ– এ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড রয়েছে।

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ-এর বিবৃতি

মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়, এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারকে সরাসরি আঘাত করে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দ্রুত, নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাই। সাংবাদিকদের ভয়মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ থাকতে হবে।’

এমএফসি বলেছে, ‘আমরা সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দ্রুত, নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাই। সাংবাদিকদের ভয়মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ থাকতে হবে।’

আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত ও সচেতন সমাজ সমুন্নত রাখতে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ।