
দক্ষিণ এশীয় লাইফস্টাইল ব্র্যান্ড জে ডট (J.) বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করছে। পোশাক, অ্যাকসেসরিজ এবং সুগন্ধির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশার চমৎকার মেলবন্ধন তুলে ধরছে ব্র্যান্ডটি। ফ্যাশনের গণ্ডি পেরিয়ে ব্র্যান্ডটি নিজেদের পণ্যের ডিজাইন পরিকল্পনায় বিবেচনায় রাখে গ্রাহকের চাহিদা ও পছন্দ।
২০০২ সালে প্রতিষ্ঠিত জে ডটের মূল লক্ষ্য ছিল, আধুনিক গ্রাহকদের জন্য দক্ষিণ এশিয়াকেন্দ্রিক নান্দনিকতাকে নতুনভাবে উপস্থাপন করা। একটি মাত্র দোকান থেকে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটি বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। ইতিমধ্যে যা একটি আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ডে পরিণত হয়েছে।
ঐতিহ্য ও আধুনিক জীবনের মেলবন্ধন
মূলত ‘জে ডট’ মানেই দৈনন্দিন সৌন্দর্য। জে ডটের পণ্যের তালিকায় রয়েছে পোশাক, অ্যাকসেসরিজ ও সুগন্ধি। তাদের নকশায় দৈনন্দিন ব্যবহারের উপযোগিতা এবং ঐতিহ্যবাহী ছাপ—দুটোই ফুটে ওঠে।
পোশাক থেকে শুরু করে অ্যাকসেসরিজ—ব্র্যান্ডের কালেকশনগুলো এমনভাবে নকশা করা, যেগুলোতে রয়েছে ঐতিহ্য ও আধুনিক জীবনের সংমিশ্রণ। উন্নত মানের কাপড়, নিখুঁত কারুকাজ এবং বৈচিত্র্যময় ডিজাইনে গুরুত্ব দেয় ব্র্যান্ডটি। তাই দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি বিশেষ অনুষ্ঠান বা উৎসবের জন্যও উপযোগী করে তোলে।
জে ডট সুগন্ধি
ব্র্যান্ডটির অন্যতম বড় শক্তি হলো তাদের সুগন্ধি বা পারফিউম কালেকশন। পুরুষ, নারী ও ইউনিসেক্স ক্যাটাগরিতে শতাধিক সুগন্ধি রয়েছে ব্র্যান্ডটির। যার মধ্যে রয়েছে উন্নত মানের উড (Oud) ও আতর। পণ্যগুলো কেবল ট্রেন্ড নয়, বরং অনুভূতি, ব্যক্তিত্ব ও আভিজাত্যকে প্রতিফলিত করে।
জে ডটের প্রতিটি সুগন্ধি আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ফ্র্যাগরেন্স হাউসগুলোর সঙ্গে যৌথভাবে তৈরি করা এবং সংযুক্ত আরব আমিরাতের অত্যাধুনিক কারখানায় উৎপাদিত। যাতে বিশ্বমানের গুণগত মান নিশ্চিত করা হয়।
এ ছাড়া জে ডট দক্ষিণ এশিয়ার প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক এবং সানিয়া মির্জার নামে বিশেষ সুগন্ধি বাজারে এনেছে। যা কেবল সাধারণ কোনো ব্র্যান্ড প্রচার নয়, বরং তারকাদের নিজস্ব গল্পের প্রতিফলন হিসেবে তুলে ধরেছে।
বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক
২০২৪ সালে বাংলাদেশে বাজারে যাত্রা শুরুর পর থেকেই জে ডট ফ্যাশন ও সুগন্ধিপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বর্তমানে ঢাকার বনানী ও ধানমন্ডিতে ব্র্যান্ডটির দুটি শাখা রয়েছে। গুণগত মান, সাংস্কৃতিক পরিচিতি ও আধুনিক স্টাইলের সমন্বয়েই ক্রেতাদের নজর কাড়ছে ব্র্যান্ডটি। এরই ধারাবাহিকতায় চলতি মাসে উত্তরার সেন্টার পয়েন্টে উদ্বোধন হতে যাচ্ছে ব্র্যান্ডটির তৃতীয় শাখা। ফলে স্থানীয় ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
বিশ্বজুড়ে জে ডট
বিশ্বজুড়ে জে ডটের ১৫০টির বেশি আউটলেট রয়েছে। বাংলাদেশে ব্র্যান্ডটির দ্রুত সম্প্রসারণ মূলত এখানকার ক্রমবর্ধমান চাহিদা এবং স্থানীয় বাজারের প্রতি ব্র্যান্ডটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই প্রতিফলন। তাই বাংলাদেশে নিজেদের যাত্রা অব্যাহত রেখে গ্রাহকদের ফ্যাশন বা সুগন্ধির চেয়েও নতুন কিছু উপহার দিতে চায় ব্র্যান্ডটি।