Thank you for trying Sticky AMP!!

পুলিশের অতিরিক্ত ডিআইজি হলেন আরও ১৪০ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশ

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে আরও ১৪০ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির বিষয়টি আজ মঙ্গলবার জানা যায়। প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

Also Read: পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি হলেন ১২ কর্মকর্তা

‘সুপারনিউমারারি’ পদে (নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত পদ) পদোন্নতি পাওয়া এই ১৪০ কর্মকর্তা এখন জাতীয় বেতন স্কেলের গ্রেড-৪ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

Also Read: পুলিশের উচ্চপর্যায়ে ৩৬৫টি ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির অনুমোদন

গতকাল পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে আরও ১২ পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। এ নিয়ে মোট ১৫২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হলেন।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১৪০ পুলিশ কর্মকর্তার তালিকা দেখুন