জাতিসংঘের পতাকা উত্তোলন করছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসে, ১৫ মার্চ ২০২৫
জাতিসংঘের পতাকা উত্তোলন করছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসে, ১৫ মার্চ ২০২৫

ঢাকায় জাতিসংঘের নতুন অফিস উদ্বোধন আন্তোনিও গুতেরেসের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখা এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, এ সময় আন্তোনিও গুতেরেস অফিস প্রাঙ্গণ পরিদর্শন করেন। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী ঘুরে দেখেন। পরে সেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

এর আগে আন্তোনিও গুতেরেস জাতিসংঘ আবাসিক কার্যালয়ে কর্মরতদের (বাংলাদেশ কান্ট্রি টিম) সঙ্গে একটি বৈঠক করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসেন। পরের দিন শুক্রবার তিনি কক্সবাজার সফর করেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে  উখিয়ায় শরণার্থীশিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন।

সফরের তৃতীয় শনিবার ঢাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন আন্তোনিও গুতেরেস। এদিন তিনি বিভিন্ন রাজনৈতিক দল, তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। রোববার সকালে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।