আদালত
আদালত

সাবেক সংসদ সদস্য বেনজীর ও মৃণাল কান্তির সম্পদ ক্রোকের আদেশ

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ ও মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বেনজীরের স্ত্রী সাহিনা আহমেদ ও মৃণাল কান্তি দাসের স্ত্রী নীলিমা দাসের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন বুধবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, মৃণাল কান্তি দাসের ধানমন্ডিতে একটি ফ্ল্যাট ও পূর্বাচলের একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মৃণাল কান্তি দাসের একটি গাড়ি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এর বাইরে তাঁর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

মোহাম্মদপুরে মৃণাল কান্তি দাসের স্ত্রী নীলিমা দাসের একটা ফ্ল্যাট এবং তাঁর ৩০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১৮ মার্চ মৃণাল কান্তি দাস ও তাঁর স্ত্রী নীলিমা দাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। মামলায় মৃণাল কান্তির বিরুদ্ধে ১ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

অপর দিকে বেনজীর আহমেদের চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। তাঁর ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে। বেনজীর আহমেদের স্ত্রী সাহিনা আহমেদের একটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাঁর দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

এর বাইরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।